যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

- আপডেট সময় : ০২:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সরকার।
বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, আল কায়েদা নিয়ে পম্পেও’র সাম্প্রতিক মন্তব্য বাংলাদেশ সরকারের নজরে এসেছে। বাংলাদেশ এ ধরনের ভিত্তিহীন বক্তব্য ও মিথ্যাচার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। বাংলাদেশে আল কায়েদার উপস্থিতির কোনো ভিত্তি নেই। সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি মেনে চলে, পাশাপাশি এসব বিপদ মোকাবিলায় সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। মার্কিন একজন জ্যেষ্ঠ নেতার এরকম বক্তব্য দুর্ভাগ্যজনক বলেও জানানো হয় বিবৃতিতে। গত ১২ জানুয়ারি ওয়াশিংটন প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মাইক পম্পেও বলেন, ‘বাংলাদেশে আল কায়েদা আছে এবং তারা হামলা চালাতে পারে।’