যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় শক্তিশালী টর্নেডোতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় শক্তিশালী টর্নেডোতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ । আহত হয়েছে বেশ কয়েকজন।
স্থানীয় সময় মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ন্যাশভিল, টেনেসি এবং আশপাশের এলাকায় এই টর্নেডো আঘাত হানে। এতে ১০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এরইমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে টেনেস রাজ্যের গভর্নর বিল লি। এদিকে, টেনেস রাজ্যের টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।