যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের ডাক পাওয়া, না পাওয়া নিয়ে চিন্তার কিছু নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের ডাক পাওয়া, না পাওয়া নিয়ে চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, ‘তারা কাকে দাওয়াত দেবে– না দেবে, এটা তাদের দায়-দায়িত্ব।
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে নির্মাণাধীন কার্গো স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সহনশীলতা আরও বাড়াতে হবে। একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে হবে। দেশে গণতন্ত্র কে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে যাতে একটি লোকও মারা না যায়, কোথাও কোনো বিচ্যুতি থাকলে তা সমাধান করার চেষ্টা করতে হবে। আবদুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র সবসময়ই নানা ইস্যুতে বিভিন্ন দেশকে চাপে রাখতে চায়। কখনও গণতন্ত্রের কথা বলে, কখনও সুশাসন আবার কখনও সন্ত্রাসবাদ আর দুর্নীতি। এটি একটি রাজনীতি।