যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত একজন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে টেনেসিতে বন্দুক হামলায় নিহত হয়েছেন একজন। ওই সময় আহত হন এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে ।
সোমবার অস্টিন ইস্ট ম্যাগনেট হাইস্কুল প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।তদন্ত শুরু হলেও বিস্তারিত জানায়নি পুলিশ। অঙ্গরাজ্যের গভর্নর হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।গভর্নর বলেন, অন্য অঙ্গরাজ্যের মতো এই অঙ্গরাজ্যেও বাড়ছে সহিংসতা। এজন্য কার্যকরী ব্যবস্থা নিতে এক মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। এর আগে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন জানান, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় প্রতিদিন গড়ে ৩৬০ জন গুলিবিদ্ধ হয় এবং গুলিবিদ্ধদের মধ্যে ১০৬ জন মারা যায় ।