যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় তিন কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
 - / ১৮১৩ বার পড়া হয়েছে
 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন। ওই তিনজনকে হত্যার পর শ্বেতাঙ্গ ওই হামলাকারী নিজেও মারা গেছেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ফ্লোরিডার জ্যাকসনভিল শহরের একটি স্টোরে এই ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার জ্যাকসনভিলে এক বন্দুকধারী বর্ণবাদী বা জাতিগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত হামলায় তিন কৃষ্ণাঙ্গকে হত্যার পর নিজেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে ঘাতক। তার বয়স ২০ বছরের বেশি। হামলার আগে তিনি ফ্লোরিডার জ্যাকসনভিল শহরের ডলার জেনারেল স্টোরে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করেন। পরে পুলিশের সাথে তার সংঘর্ষ শুরু হয়।নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। গুলিবর্ষণের সময় হামলাকারী তার শরীরে বর্ম পরিধান করেছিল।
																			
																		















