যারা অবৈধ গ্যাস সংযোগ দেয় তারা দেশ ও জাতির শত্রু

- আপডেট সময় : ০৬:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সাভারসহ ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেয়া বন্ধ না করলে সেই সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লাহ।
দুপুরে সাভারের জালেশ্বর এলাকায় ওয়াইএমসি এ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টারে সাভার তিতাস গ্যাসের গাজীপুর ডিভিশন ও সাভার আঞ্চলিক বিপণন বিভাগের উদ্যোগে বিভিন্ন পোশাক কারখানার মালিক ও বাড়িওয়ালাদের সাথে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। বলেন, যারা অবৈধ গ্যাস সংযোগ দেয় তারা দেশ ও জাতির শত্রু। এদেরকে কঠোরভাবে প্রতিহত করতে হবে এবং আইন করে নিক্রিয় করতে হবে। যারা এখনও অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে তাদেরকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে। এই কাণ্ডে তিতাসের কোন কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদার যদি অবৈধ গ্যাস সংযোগে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।