যানজটের কবলে পড়েছে বেনাপোল স্থলবন্দর

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
যানজটের কবলে পড়েছে বেনাপোল স্থলবন্দর। প্রায় তিন কিলোমিটার সড়ক জুড়ে পণ্যবাহী ট্রাকের জট লেগে আছে।
সম্প্রতি কৃষি অধিদপ্তর সয়াবিন ভুষি রফতানি নিষেধাজ্ঞা জারী করে। ফলে স্থলবন্দর এলাকায় মারাত্নক যানজটের সৃষ্টি হয়। গত দুইদিনে যানজট কিছুটা নিরসন হলেও পুণরায় সয়াবিন ভুষি ভারতে রফতানির ঘোষণা এলে রাত থেকেই তিন কিলোমিটার এলাকা জুড়ে রফতানিবাহী ট্রাকের লম্বা জট বাধে। বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, অন্যান্য দিন রফতানি সকাল ৯ টায় শুরু হলেও আজ ভোর ৬টায় চালু করা হয়েছে।