যাচাই-বাছাই ছাড়াই বিদেশিদের কথা সবাই সহজেই বিশ্বাস করে : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
যাচাই-বাছাই ছাড়াই বিদেশিদের কথা সবাই সহজেই বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন,পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ ধরনের মানসিকতা থেকে সরে এসে দেশের মানুষের কথা বিশ্বাস করার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।
বিকেলে পদ্মাসেতু উদ্বোধন উদযাপন উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা সভা করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে র্ভাচুয়ালী যুক্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে দুর্নীতির কথা প্রচারকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা উচিৎ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, সাবেক যোগাযোগ সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।