যশোরের শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে খুন চাচা
- আপডেট সময় : ০৫:১৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৭০০ বার পড়া হয়েছে
যশোরের শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা।
ভিটেবাড়ীর সীমানা নির্ধারণ নিয়ে রাত ১১টার দিকে আব্দুল মজিদের সাথে ভাতিজা দেলোয়ার হোসেনের কথা কাটাকটি হয়। এক পর্যায়ে দেলোয়ার তার হাতে থাকা বল্লম ছুড়ে মারে। বল্লম আব্দুল মজিদের পেটে ঢুকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ খুনি দেলোয়ারকে আটক করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রহমত আলী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রহমত আলীকে শরীরের বিভিন্ন স্থানে ও গলায় কুপিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে, সাতক্ষীরার তালা উপজেলায় রুপালী বেগম নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রাত ৩টায় ওই গৃহবধুর দেবর পিলাত সরদার আম কুড়াতে গিয়ে রুপালী বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।























