যশোরের জবেদা খাতুনের জীবনের শেষ ইচ্ছে-স্বামীর ভিটায় ফেরা

- আপডেট সময় : ০৫:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
যশোরে আত্মীয়-স্বজন ও স্বচ্ছল সন্তান থাকার পরও, ৯৭ বছর বয়সী জবেদা খাতুন কোনোরকমে একবেলা খেয়ে, না-খেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। ব্যবসায়ী ছেলে বাড়িতে জায়গা না দেয়ায়, বাগানে জীর্ণ খুপরিতে থাকেন তিনি। অসহায় বৃদ্ধাকে দেখতে আসে না কেউই। ভালো খাবার– এমনকি চিকিৎসাও জোটেনা তার। জবেদা খাতুন জীবনের শেষ ইচ্ছে–স্বামীর ভিটায় ফিরতে চান তিনি।
যশোরের মণিরামপুর উপজেলার আগরহাটি গ্রামের মৃত গোলাম ইয়াসিন দফাদারের স্ত্রী জবেদা খাতুন। এক ছেলে ও পাঁচ মেয়ে তার। স্বামীর মৃত্যুর পর অনেক সংগ্রামের মধ্য দিয়ে ছেলে-মেয়েদের বড় করেছেন। পাঁচ মেয়েকে বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলে জালাল হোসেন ব্যবসায়ী।
মেয়েদের কিছু জমি দেয়ার কথা বলায়, প্রায় দুই যুগ আগে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেয় ছেলে। দীর্ঘদিন দ্বারে দ্বারে ঘুরে ঠাঁই না পেয়ে ছেলের বাড়ির কিছুটা দূরে বাগানে খুপরি বেঁধে বাস করতে থাকেন অসহায় জবেদা। ৯৭ বছর বয়সী এ বৃদ্ধা এখন অচল। স্থানীয়দের চাপে ছেলে দুপুরে কিছু ভাত দেয়। কিন্তু, বাকি দু’বেলা কাটে অনাহারে।
জীর্ণ খুপরিতে কাঠের চালার ওপর শুয়েই সব কিছু করতে হয় তাকে। রোগেও জোটেনা কোনো পথ্য। বয়সের ভারে তেমন কিছু বলতে না পারলেও, ছেলের অমানবিকতার বিচার চান তিনি।
ছেলের দাবি, মাকে বের করে দেননি তিনি। বোনোরা জমির লোভে তাকে বাড়ি থেকে নিয়ে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন
এরকম ছেলের বিচার হওয়া উচিৎ বলে মনে করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান, ইউএনও।
প্রশাসনের হস্তক্ষেপে মৃত্যু পথযাত্রী জবেদা, স্বামীর ভিটা ফিরে পাবেন বলে আশা করে এলাকাবাসী।