যশোরের অভয়নগরে দুর্বৃত্তের গুলিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
যশোরের অভয়নগরে দুর্বৃত্তের গুলিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তার ছেলে।
গেলরাতে দিকে উপজেলার বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুভরাঢ়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর আলী শেখ এবং তার ছেলে বাবুরহাট বাজার থেকে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নূর আলী। এসময় তার ছেলে ইব্রাহিম শেখের পায়ে গুলি লাগে। পরে তাকে খুলনার ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
















