যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত এক ব্যক্তির মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৭২৬ বার পড়া হয়েছে
যশোরের অভয়নগরের রাজঘাটে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত শফিকুল ইসলাম সাপ্পু মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল রাতে নিজ বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হন তিনি। এসময় তার ঘরের টিনের চাল উড়ে যায়। সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সাপ্পু আগামী ২০ সেপ্টেম্বর নওয়াপাড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে কাউন্সিলর প্রার্থী আসাদ বিশ্বাসের হয়ে বোমা তৈরি করছিল বলে জানিয়েছে পুলিশ। সে ওই প্রার্থীর দেহরক্ষী ও একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় অভয়নগর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।























