যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণে ইউপি সদস্যের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৮২৩ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছা উপজেলায় বোমা বানানোর সময় বিস্ফোরিত হয়ে নাজমুল আলম লিটন নামে এক ইউপি সদস্য নিহত হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, লিটন নিজ বাড়ির পাশের একটি বাগানে বোমা বানাবার সময় তা বিস্ফোরিত হয়। এ সময় লিটনের দুই হাত উড়ে যায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তার পরিবারের সদস্যরা বিষয়টি আড়াল করতে আহত লিটনকে প্রথমে খুলনা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মারা যায় লিটন। পরে তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে আনা হলে পুলিশ খবর পায়।























