যশোরে কপোতাক্ষ নদের খনন শুরু হয়েছে

- আপডেট সময় : ০৯:০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
যশোরের চৌগাছার তাহেরপুর থেকে মণিরামপুরের খোরদো ঘাট পর্যন্ত কপোতাক্ষ নদের খনন শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, খনন করা মাটি ফেলা হচ্ছে নদী গর্ভে। এতে নদীকে খালে পরিণত করা হচ্ছে। সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের দাবি, সঠিক নিয়মেই চলছে খনন কাজ।
এক সময়ের প্রমত্তা কপোতাক্ষ নদ, কালের পরিক্রমায় মরা খালে পরিনত হয়েছে। নদী রক্ষায় বর্তমান সরকার খননের উদ্যোগ নিয়েছে। চলতি বছর থেকে শুরু হয়েছে যশোরের চৌগাছা উপজেলার তাহেরপুর ব্রিজ থেকে মনিরামপুর উপজেলার খোরদো ঘাট পর্যন্ত ৭৯ কিলোমিটার খনন কাজ।
যেভাবে কপোতাক্ষ খনন হচ্ছে, তাতে সন্তুষ্ট না নদেরপাড়ের মানুষ। ইতিমধ্যে সম্পাদিত খনন কাজ, কপোতাক্ষকে খালে পরিণত করছে বলে অভিমত তাদের।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না।
২০২৪ সালের মধ্যে ৭৯ কিলোমিটার কপোতাক্ষ নদ খননে ব্যয় হবে ৬৩ কোটি টাকা।