যশোর মনিহার বাসস্ট্যান্ড থেকে মুড়লি মোড় পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে মুড়লি মোড় পর্যন্ত অবৈধ স্থাপনা পুণরায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
দুপুরে বকচর এলাকা থেকে এ অভিযান শুরু হয়। সড়কের পাশে প্রায় তিন কিলোমিটারের এই অভিযানে দুই শতাধিক দোকান, বসতবাড়ি ও বিভিন্ন যানবাহনের গ্যারেজ ভাঙা পড়ে। এ অভিযানে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় । অভিযানে সড়ক বিভাগের কর্মকর্তারা ছাড়াও পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। আঞ্চলিক মহাসড়কটি চারলেনে উন্নীতকরণের জন্য ফেব্রুয়ারি মাসে আগে একবার অভিযান পরিচালিত হয়।