যমুনা নদীতে তিন দফা পানি বাড়ায় সিরাজগঞ্জের প্রায় তিন লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছে

- আপডেট সময় : ০৭:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
যমুনা নদীতে তিন দফা পানি বাড়ায় সিরাজগঞ্জের প্রায় তিন লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বাড়ি ছেড়ে বাঁধ এবং আশ্রয় কেন্দ্রে গবাদি পশুর সাথেই গাদাগাদি করে ঠাঁই নিয়েছে। অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে এসব বানভাসি মানুষ। এদিকে, গাইবান্ধায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় পানিবাহিত রোগ দেখা দিয়েছে। ৬০টির বেশি সরকারি মেডিকেল টিম কাজ করার কথা থাকলেও, তার ব্যত্যয় ঘটছে।
সিরাজগঞ্জের যমুনা নদীতে তিন দফা পানি বাড়ায় ছোট-বড় ১০টি নদী একাকার হয়ে গেছে। জেলার প্রায় তিন লাখ ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে ডুবে গেছে ৫৪ কিলোমিটার আধা-পাকা সড়ক, সরকারি স্থাপনা ও বাঁধসহ ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও, তলিয়ে গেছে ১৪ হাজার ১৩ হেক্টর জমির বিভিন্ন ফসল। নষ্ট হয়ে গেছে কয়েকশত মাছের ঘের। বন্ধ রয়েছে তাঁতসহ অন্যন্য কলকারখানা।
বিশুদ্ধ পানি ও গবাদি পশুর খাদ্য সংকটের সাথে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। সহযোগিতা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বানভাসি মানুষ।বন্যা কবলিতদের বরাদ্দ অনুযায়ী ত্রাণ বিতরণ করা হচ্ছে বলে জানান, জেলা প্রশাসক।
এদিকে, টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা, যমুনা, ব্রক্ষ্মপত্রসহ সব নদীর পানি বাড়ায় গাইবান্ধায় দু’লাখের বেশি মানুষ এখন পানিবন্দি ।আশ্রয়কেন্দ্র গুলোতে বিশুদ্ধ পানি ও খাবার সংকট চরমে। দীর্ঘদিন পানিবন্দি থাকায় দেখা দিয়েছে জ্বর,সর্দি,ডায়রিয়াসহ নানা রোগ।দুর্গত এলাকায় মেডিকেল টিম বাড়ানো হবে বলে জানান , সিভিল সার্জন।পাঁচ উপজেলার আধা পাকা রাস্তা গুলো ডুবে যাওয়ায় সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।