যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে জাতীয় জেল হত্যা দিবস

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে জাতীয় জেল হত্যা দিবস।
সূর্যদয়ের সঙ্গে সঙ্গে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করেন পটুয়াখালী- ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে খুন হওয়া জাতীয় চার নেতার স্মরনে জেলার সকল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় জেল হত্যা দিবস পালিত হচ্ছে।
জাতীয় ৪ নেতার স্মরণে মেহেরপুরে জেল হত্যা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। দিবটি উপলক্ষে মেহেরপুর শহরের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জাতীয় ৪ নেতা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগ।