যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নেয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৫৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
 - / ১৬৫৭ বার পড়া হয়েছে
 
যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নেয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
গণমাধ্যমকে আনুষ্ঠানিক ব্রিফিং-এ এই তথ্য দিয়েছেন, রেব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি আরো জানান, অনাকাঙ্খিত যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনার এবং এর আশেপাশের এলাকাকে ৫টি সেক্টরে ভাগ করে এই নিরাপত্তা বেষ্টনী তৈরী করা হয়েছে। ৩৪টি সিসি ক্যামেরা মনিটরিং, সাদা পোষাকের গোয়েন্দা নজরদারিসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পাশাপাশি করোনাকালীন সময় হওয়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় শহীদ মিনারে আসার আহ্বান জানান রেব মহাপরিচালক।
																			
																		













