যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক শিক্ষক দিবস

- আপডেট সময় : ০৫:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি- প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শিক্ষক দিবস।
বরিশালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও শিক্ষক সমিতি ফেডারেশনের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষক নেতা ও বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু।
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষিণ শেষে রেলিটি একই স্থানে এসে শেষ হয়।
নড়াইলে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রেলিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
ঝিনাইদহে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে রেলি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় বক্তারা, শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে প্রতিটি শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানান।