আলাদা ঘটনায় শেরপুর ও ময়মনসিংহ থেকে ৩ জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
গেল রাতে নকলা-শেরপুর মহাসড়কের আলিনাপাড়া এলাকায় স্ত্রী মোখলেছা বেগম সড়ক দূর্ঘনায় মারা গেছে বলে জানান স্বামী ওয়ারেজ মিয়া। কিন্তু তার স্ত্রীর মরদেহে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়। এঘটনায় স্বামী পলাতক রয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা থেকে বালু শ্রমিক হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গেলো রাতে উপজেলার ২নং জুগলী ইউনিয়নের সংড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুরুজ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রাতে ধান ক্ষেতে গলায় গামছা পেঁচানো অবস্থায় হেলালকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে জয়রামকুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হেলাল উপজেলার সংড়া গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে।
























