ময়মনসিংহের ভালুকায় বঙ্গবন্ধু ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
নানা কর্মসূচির মধ্যদিয়ে ময়মনসিংহের ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে দুপুরে স্থানীয় আশরাফুল উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, এতিম এবং দুঃস্থদের মাঝে মাস্ক ও খাবার বিতরণের আয়োজন করে পৌর যুবলীগ। এসময় পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।
























