ময়মনসিংহের গফরগাঁওয়ে হ্যাপী আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে হ্যাপী আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গেলো রাতে গফরগাঁও শহরের বিশ্বরোড এলাকার বাড়ী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে এলাকাবাসী বসতঘর তালাবদ্ধ দেখে নিহত গৃহবধূর আত্মীয়-স্বজনকে খবর দেয়। খবর পেয়ে গৃহবধূ হ্যাপীর ছোট ভাই শরিফুল ইসলাম বাড়িতে এসে বসতঘরের তালা ভেঙে প্রবেশ করে তার বোনকে খাটের উপর গলায় রশি বাধা অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে গৃহবধূ হ্যাপীর মরদেহ উদ্ধার করে। নিহত হ্যাপী আক্তার উপজেলার বাগুয়া গ্রামের মোজাহিদের স্ত্রী।