ময়মনসিংহে সার্কিট হাউজ মাঠে সীমানা প্রাচীর নির্মাণ না করার দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে সীমানা প্রাচীর নির্মাণ না করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
বিকেলে সার্কিট হাউজ মাঠে আমরা ময়মনসিংহবাসী সংগঠন এই মানব বন্ধনের আয়োজন করে । ঘন্টাব্যাপী মানব বন্ধনে নগরীর সুশীল সমাজের নেতারাসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বিশাল নান্দনিক সৌন্দর্য্যমন্ডিত এই মাঠটিকে উন্নয়নের নামে সীমানা প্রাচীর দিয়ে ধ্বংস করার যে ষড়যন্ত্র চলছে, তা কখনো হতে দেয়া হবে না। অবিলম্বে সার্কিট হাউজ মাঠের চিরায়িত যে রুপ বিরাজমান আছে তা ধরে রাখার দাবি জানান তারা।