ময়মনসিংহে সাংবাদিকদের মানববন্ধন

- আপডেট সময় : ০৫:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে জনৈক সালাউদ্দিন সরকারের দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সংবাদ কর্মীরা।
দুপুরে ভালুকা প্রেসক্লাবের আয়োজনে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ভালুকা প্রেসক্লাবের সভাপতি এস.এম শাহজাহান সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল ও এসএটিভির প্রতিনিধি আওলাদ হোসেন রুবেলসহ আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, উপজেলার জামিরদিয়া গ্রামের হোসেন আলী সরকারের ছেলে বনভূমিসহ নিরীহ ব্যক্তিদের জমি দখল, সন্ত্রাসী ও চাঁদাবাজির ২০টির অধিক মামালার আসামী সালাউদ্দিন সরকার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আসাদুজ্জামান ফজলু’র বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। মিথ্যা মামলা প্রত্যাহারসহ সালাউদ্দিন সরকারকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবিও জানান তারা।