ময়মনসিংহে বর্ধিত হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখার দাবিতে পদযাত্রা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
 - / ১৫৫৭ বার পড়া হয়েছে
 
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ধার্যকৃত বর্ধিত হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখার দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয় পার্টি।
দুপুরে মহানগর জাতীয় পার্টির উদ্যোগে নগরীর টাউল হল প্রাঙ্গন থেকে পদযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি কর্পোরেশনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে সিটি মেয়র ইকরামুল হক টিটু’র কাছে স্মারকলিপি প্রদান করেন মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেলিম, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ডা. কে. আর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
																			
																		














