ময়মনসিংহে প্রতারণা চক্রের তিন সদস্য আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহে পুলিশ কনস্টেবল পদে চাকরী দেয়ার নামে প্রতারণা করায় চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
ওসি সফিকুল ইসলাম জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পরীক্ষা-২০২১ উপলক্ষে ময়মনসিংহে একাধিক প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠেছে। আটকৃতরা চাকরী পাইয়ে দেবে বলে বিভিন্ন জনের কাছ থেকে নগদ টাকা নেয়। তারা অতিরিক্ত সচিব পরিচয়ে চাকরী দেয়ার কথা বলে প্রতারণা করে আসছিল।এসব কাজে জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে। ময়মনসিংহ ও জামালপুর থেকে তাদেরকে আটক করা হয়।