ময়মনসিংহে পাগলায় মসজিদের ইমাম মাওলানা আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলায় মসজিদের ইমাম মাওলানা আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গেলো রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাগলা থানার বেলদিয়া গ্রামের সাধুয়া-নিগুয়ারি খালের পাশে এ ঘটনা ঘটে। তিনি গত ২০ বছর ধরে সাধুয়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান জানায়, আজিম উদ্দিন এশার নামাজের ইমামতি করে বাড়ি ফিরছিলেন। পথে সাধুয়া-নিগুয়ারি খালের পাশে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

 
																			 
																		















