ময়মনসিংহে জুয়া খেলায় বাধা দেয়ায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহে জুয়া খেলায় বাধা দেয়ায় ঋতিক মিয়া নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার একটি হোটেলে কাজ করতেন ঋত্তিক মিয়া।
সোমবার বিকেলে মিলনের টং-দোকানের পাশে জুয়া খেলা বন্ধ করতে বলায় বাগবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যায় বাড়ি ফেরার সময় পেছন থেকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় জুয়াড়ীদের দল।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, স্বামী ও স্ত্রীর পারিবারিক কলহের জের ধরে নাটোরের নলডাঙ্গায় ছুড়ির আঘাতে স্বামী ইউপি সদস্য আব্দুল আলিমের মৃত্যু হয়েছে। রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। মাধনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।























