ময়মনসিংহে করোনা আতঙ্কে বেতন ও ছুটির দাবিতে মহাসড়ক অবরোধ,বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় করোনাভাইরাসের আতঙ্কে বেতন ও ছুটির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা।
দুপুরে উপজেলার আমতলী এলাকায় স্থানীয় কটন গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা এই দাবিতে ঘন্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ করে। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনউদ্দিন জানান, করোনা ভাইরাসের কারণে চলতি মাসের বেতনসহ ফ্যাক্টরি বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে কটন গ্রুপের শ্রমিকরা। খবর পেয়ে মডেল থানা, হাইওয়ে ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।