ময়মনসিংহে এক উপজাতী নারীর চুল কেটে নির্যাতনের অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ধোবাউড়ায় এক উপজাতী নারীর চুল কেটে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লিনা মানখিন ও প্রতিবেশী নিরঞ্জন আজীমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে নিরঞ্জন আজীম, বধনা চিরান, টুনটুন চিরানসহ প্রায় ১৫ জনের একটি দল লিনা মানখিনের ঘরে ঢুকে মালামাল লুটপাট ও ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এসময় লিনাকে বাড়িতে একা পেয়ে বেধড়ক মারের পাশাপাশি মাথার চুল কেটে দেয় নিরঞ্জন ও তার সহযোগীরা। এসময় লিনার ওপর মধ্যযুগীয় কায়দায় অত্যাচার করে তারা। স্থানীয়রা আহত লিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। ঘটনায় লিনা মানখিন বাদী হয়ে ধোবাউড়া থানায় জড়িত ১৫ জনকে আসামী করে মামলা করেছেন।