ময়মনসিংহে অভিযান চালিয়ে জেএমবি’র দুই সক্রিয় সদস্য আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:১০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জেএমবি’র দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, তারা নগরীর চরপাড়া এলাকায় আত্মগোপন করে আছে এবং গোপনে নাশকতার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১৪’র একটি দল শুক্রবার বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে জেএমবি’র দুই সদস্যকে আটক করে। আটককৃতরা হলো- আনাম আলী ও ইউসুফ আলী ওরফে লাল চাঁন। তাদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় ২০০৯ সালে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।