ময়মনসিংহ থেকে অনলাইন জুয়া চক্রের তিনজন সদস্যকে ১২ লাখ টাকাসহ গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ নগরীর জামতলা মোড় এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের তিনজন সদস্যকে ১২ লাখ টাকাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গেলরাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ। গ্রেফতারকৃতরা হলেন, মো.মাহফুজ, সজিব মিয়া এবং মাহবুব করিম বাবু। তারা নগরীর জামতলা এলাকার বাসিন্দা। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি অনলাইন জুয়া খেলায় প্রলুব্ধ করে এলাকার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলো। এমন অভিযোগে গোয়েন্দা পুলিশগেলরাতে তাদের অফিসে অভিযান পরিচালনা চালিয়ে ১২ লাখ ১১ হাজার টাকা, ১০টি মোবাইল ফোন ও কিছু কাগজপত্রসহ দাতের গ্রেফতার করে।