ময়মনসিংহ ও মৌলভীবাজারে দু’জনের মরদেহ উদ্ধার
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৭১৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহ ও মৌলভীবাজারে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ময়মনসিংহের মুক্তাগাছায় পূজা পাল নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে পৌর সদরের মন্ডার দোকান সংলগ্ন নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পূজা পাল মুক্তাগাছার প্রসিদ্ধ মিষ্টি মন্ডা দোকানের মালিক রবীন্দ্রনাথ পালের মেয়ে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রীমা আক্তার ফাতেমা নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ফাতেমা শ্রীমঙ্গল উপজেলার দীঘিরপাড় এলাকার মাধবপাশা গ্রামের আলাউদ্দিন মিয়ার পুত্রবধু। গেলো রাত ১১টার দিয়ে সদর উপজেলার শেরপুর বাজারের কাছে দুলিয়ার বন্দর এলাকায় ওই গৃহবধুর ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে করে পুলিশ।

 
																			 
																		























