ময়মনসিংহ ও ঝালকাঠিতে আলাদা ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহ ও ঝালকাঠিতে আলাদা ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গেলো রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া ভাটিপাড়া গ্রামের একটি বসত ঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে । ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার জানান, ছয় মাস আগে স্থানীয় বাবলুর সাথে বিয়ে হয় ফাতেমার। অনেকদিন ধরেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। এরই জেরে রাতে ঘরের ধরনায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
এদিকে, ঝালকাঠিতে শহরের কলেজ মোড় এলকার একটি স্যানিটারী কারখানার মধ্যে অজ্ঞাত এক তরুনীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল ১০ টার দিকে ওই তরুনীর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খরব দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।