ময়মনসিংহ ও চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় ৩ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহ ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছে।
সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, সকালে বালু ভর্তি একটি ট্রাক ভালুকা বাসস্ট্যান্ডের সামনে ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে চাপা দেয়। এতে সেখানেই অজ্ঞাত রিকশাচালক এবং পথচারী আনোয়ার নিহত হয়।
এদিকে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মধুমালা খাতুন নামে এক গৃহকর্মী নিহত হয়েছেন। পুলিশ জানায়, জগন্নাথপুর গ্রামের হাবিবুর রহমানের মোটরসাইকেলে আলমডাঙ্গায় যাচ্ছিলেন মধুমালা খাতুন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন চালক হাবিবুর রহমান ও মধুমালা খাতুন। তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মধুমালা খাতুনকে মৃত ঘোষনা করেন।