ম্যানচেস্টার ইউনাইটেডকে ৫-০ গোলে বিধ্বস্ত করলো লিভারপুল

- আপডেট সময় : ০১:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর হ্যাটট্রিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৫-০ গোলে বিধ্বস্ত করলো লিভারপুল।
ম্যাচের শুরু থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডকে চেপে ধরে লিভারপুল। ৫ মিনিটের মাথায় সালাহর পাসে গোল করেন লিভারপুল মিডফিল্ডার নাবি কেইটা। ১৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ডিয়েগো জোতা। ম্যানইউ ডিফেন্ডারদের ভুলে জালে বল জড়ান তিনি। এরপরই শুরু হয় সালাহ শো। ৩৮ মিনিটে নাবি কেইটার পাসে সালাহ তার প্রথম গোল দিলে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ক্লপ শিষ্যরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জোতার পাসে আবারও গোল দেন সালাহ। এতে ৪-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লিভারপুল। বিরতির পর আরও এক গোল খায় ওলে গানার সুলশারের দল। ৫০ মিনিটে হেন্ডারসনের পাসে গোল দিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মোহাম্মেদ সালাহ। ৫ গোল খেয়ে এমনিতেই হতশ্রী অবস্থা ম্যানইউয়ের, উল্টো ৬০ মিনিটের মাথায় লিভারপুল মিডফিল্ডার নাবি কেইটাকে বিশ্রীভাবে ট্যাকল করেন পল পগবা। এতে তাকে লাল কার্ড দেখান রেফারি। মাঠে নিষ্প্রভ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোও।