ম্যাচ খেলার ফিটনেস ফিরে পাননি মেসি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা মুক্ত হলেও এখনও ম্যাচ খেলার ফিটনেস ফিরে পাননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে দ্রুতই ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আর্জেন্টাইন তারকা।
ক্রিসমাসের ছুটিতে সপরিবারে আর্জেন্টিনা ফেরেন মেসি। সেখানেই করোনা পজেটিভ হন এলএম থার্টিন। করোনার কারণে এর মধ্যে পিএসজির হয়ে দুই ম্যাচ খেলা হয়নি মেসির। আক্রান্ত হওয়ার পর প্রথমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের নিজের সুস্থতার কথা জানান মেসি। করোনা থেকে সেরে উঠতে প্রত্যাশার বেশি সময় লাগছে বলে জানান তিনি। ফলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচেও দেখা যাবে না এই ফুটবল যাদুকরকে।