মৌসুমের শুরুতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কৃষকের বাড়তি খরচ হবে প্রায় ২ হাজার কোটি টাকা

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চলতি রবি মৌসুমের শুরুতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কৃষকের বাড়তি খরচ হবে প্রায় ২ হাজার কোটি টাকা।
এতে ফসলের উৎপাদন খরচ গড়ে ৪০ শতাংশ বেড়ে যাবে। জমিতে হালচাষ, সেচ দেওয়া, মাড়াই, পরিবহণসহ সংশ্লিষ্ট খাতে এসব অর্থ ব্যয় হবে। বাড়তি খরচ করে উৎপাদনের পর ন্যায্য দামে বিক্রি করা যাবে কিনা সে নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ফসল উঠার পর অনেক সময় উৎপাদন খরচের চেয়ে কমে পণ্য বিক্রি করতে হয়। এদিকে, উৎপাদন ও আমদানি মিলে দেশ এখন ধান-চালে ভরপুর, পাশাপাশি কয়েকদিন বাদে যোগ হবে আমনের ফলনও। কিন্তু অধিক মজুদে নতুন ধানের বাজারদর নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তাই আগে থেকেই পদক্ষেপ নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের।