মৌসুমী ফসল ঘরে তোলা নিয়ে বিপাকে মেহেরপুরে কৃষকরা
 
																
								
							
                                - আপডেট সময় : ০২:২১:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
করোনার কারণে মেহেরপুরে মৌসুমী ফসল ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। শ্রমিকের অভাবে ঘরে তুলতে পারছেন না বিভিন্ন ফসল। এ পরিস্থিতি অব্যাহত থাকলে পরবর্তী ফসলের আবাদ নিয়েও শংকায় চাষীরা। মেহেরপুর প্রতিনিধি ফজলুল হকের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
শীতকালে চাষ করা ধান ও অন্যান্য ফসল ঘরে তোলার মৌসুম চৈত্র মাস।এখন বৈশাখও শেষ হয়ে যাচ্ছে। সেই সাথে বোরো চাষের পরিচর্যা ও সার, বিষ প্রয়োগের মোক্ষম সময় এখন। মেহেরপুরে মাঠের পর মাঠ এখন গম, মসুরি, ভুট্টা, লাউ, পেপে, বরবটিসহ বিভিন্ন সবজিতে ভরপুর।
মরণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মেনে চলতে হচ্ছে সামাজিক দুরুত্ব এবং স্বাস্থ্যবিধি। শ্রমিক সংকটে কৃষক কাটতে পারছেনা জমির ফসল। বাধ্য হয়ে অনেকে, সামাজিক দুরত্ব বজায় রেখে নিজের কাজ নিজেই করছেন।
পরিবহণের অভাবে উৎপাদিত ফসল বাজারে বিক্রি করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে পরবর্তি চাষাবাদ করাও কঠিন হয়ে পড়বে।
সার, বিষ, জ্বালানী তেল ও বীজ বিক্রির দোকান খোলা রয়েছে। তবে, বেচা-কেনা কম হচ্ছে।
ঝুঁকিমুক্ত থাকতে চাষীদের সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করার পরামর্শ দিচ্ছে, কৃষি বিভাগ।
করোনার প্রভাব কমে গেলে, অতিরিক্ত শ্রম দিয়ে কৃষি খাতের ঘাটতি মেটাতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 
																			 
																		














