মৌলভীবাজারের হাকালুকি হাওড়ের হিজল-তমালসহ জলজ জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে

- আপডেট সময় : ১০:৩৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নানা অনিয়ম ও প্রভাবশালীদের দৌরাত্মে মৌলভীবাজারের হাকালুকি হাওড়ের হিজল-তমালসহ জলজ জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ বলছে, মোবাইলকোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে অপরাধ কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
মৌলভীবাজারের হাকালুকি হাওড়ে মিঠা পানির জলজ উদ্ভিদ হিজল, তমাল করচ, বরুণ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির জলজ গাছ ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী ও পাখির আবাসস্থল। বনের গাছপালা কেটে নেয়ায় ঝুঁকির মুখে পড়েছে হাওরের জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য।
হাকালুকি হাওড় ক্রমেই ভরাট হয়ে এখন শুকনো মাঠে পরিনত হয়েছে। শুকিয়ে গেছে বেশকিছু বিলও। এভাবে চলতে থাকলে হাওড়ের জীববৈচিত্র অচিরেই হারিয়ে যাবে, জানালেন এই পরিবেশবিদ। জনবল সংকটে থাকায় শুস্ক মৌসুমে গরু মহিষের অবাধ বিচরণ রোধ করা সম্ভব হচ্ছে না জানান বন বিভাগের উর্ধতন কর্মকর্তা। হাকালুকি হাওরে ছোট-বড় ২৩৮টি বিলের মধ্যে মৌলভীবাজার অংশে ২শ’ টি এবং ৩৮টি সিলেটে। জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্যের এই হাওরের সমূহ বিপর্যয় ঠেকাতে কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের।