মৌলভীবাজারে ১৫ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০১:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়ায় ফাতেহা জান্নাত রিয়া নামে ১৫ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলি গ্রামে এ ঘটনা ঘটে। রিয়া পৃথিমপাশা ইউনিয়নের ধামুলি গ্রামের কনা মিয়ার মেয়ে। নিহতের পরিবার জানায়, সকালে পরিবারের লোকজন রিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠায়। কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, ফেনীর দাগনভূঞায় মোহাম্মদ ইউসুফ নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের মরদেহ ডোবায় ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। পরে তার পকেটে থাকা একটি আইডি কার্ড দেখে জানা যায় তার নাম মোহাম্মদ ইউছুপ। সে চট্টগ্রামের ইস্পাহানি এলাকার পাহাড়তলী টেক্সটাইল এন্ড হোসিয়ারি মিলস এর প্রোডাকশন হেলপার হিসেবে কর্মরত ছিলো। পুলিশের ধারনা তাকে অন্যত্র হত্যা করে এ স্থানে ফেলে গেছে দূবৃত্তরা।