মৌলভীবাজার ও সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে তিন’ জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজার ও সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে তিন’ জনের মৃত্যু হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার সদরে ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজার শহরের পূবালী ব্যাংক চৌমুহনা শাখার সিনিয়র কর্মকর্তা সাজিদুর রহমান জনির মৃত্যু হয়েছে। গেলো রাত ১১টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে জ্বর-সর্দি-কাশি-গলাব্যাথাসহ করোনা উপসর্গ নিয়ে জেলার কুলাউড়া উপজেলায় গফুর মিয়া নামে এক ব্যক্তি গতকাল সন্ধ্যায় হাজিপুরের কেওলাকান্দি গ্রামে নিজ বাড়িতে মারা যান।
এদিকে,জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে তানিয়া নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ৮৬ জন। ভোররাতে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।






















