মোল্লাহাটে প্রতিদ্বন্দ্বী দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৮২৮ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোল্লাহাটে প্রতিদ্বন্দি দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোল্লাহাটের চুনখোলা ইউনিয়নের শাষন গ্রামে এই সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন আরও ১৫ জন। পুলিশ জানায়, দুই ইউপি সদস্য প্রার্থী মামুন শেখ ও কিবরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে কিবরিয়ার সমর্থকদের হামলায় মামুন শেখের চাচা আসাদ শেখ নিহত হয়। এর জেরে পুরো এলাকায় নতুন করে সংঘর্ষে জড়ায় দুই দল। ভাঙচুর ও হামলা চালানো হয় বাড়িঘরে।সংঘর্ষে আহতদের উদ্ধার করে মোল্লাহাট ও গোপালগঞ্জের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।