মোবাইল কোর্ট বসিয়ে কারাদণ্ড দেওয়া আলোচিত জেলা প্রশাসক সুলতানা পারভীনকে কুড়িগ্রাম থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত

- আপডেট সময় : ০৮:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
অবশেষে জামিন পেলেন বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম। অন্যদিকে ডিসি অফিসে মোবাইল কোর্ট বসিয়ে কারাদণ্ড দেওয়ার ঘটনায় আলোচিত জেলা প্রশাসক সুলতানা পারভীনকে কুড়িগ্রাম থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
গেল শুক্রবার রাত ১২টার দিকে সাংবাদিক আরিফুল ইসলামের চড়ুয়াপাড়ার বাড়িতে আনসার সদস্যদের নিয়ে অভিযান চালায় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার নেতৃত্বে কয়েকজন ম্যাজিস্ট্রেট। এসময় তাকে ধরে আনা হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে নির্যাতনের পর বাসায় আধা বোতল মদ ও দেড়শো গ্রাম গাঁজা রাখার অভিযোগে এক বছরের কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। রোববার রহস্যজনকভাবে তার জামিন মিলেছে। চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। এসময় বর্বর নির্যাতনের বর্ণনা দেন নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম।
এদিকে, জেলা প্রশাসকসহ জড়িতদের বিচারের দাবিতে আজো বিক্ষোভ করেছে এলাকাবাসী ও সাংবাদিকরা।
সাংবাদিকরা জানান নি:শর্ত মুক্তির দাবি করলেও ২৫ হাজার টাকা মুচলেকায় মামলাটি চলমান রেখে তার জামিন মঞ্জুর করেছে আদালত।
অন্যদিকে সচিবালয়ে সাংবাদিক নির্যাতন, মামলা ও রহস্যজনক জামিন দেয়ার কারণে জেলা প্রশাসক সুলতানা পারভীনকে কুড়িগ্রাম থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে তদন্তে ডিসির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে তাই কর্ম অনুযায়ী তার শাস্তিও হবে।