মোনাজাতের পর ঘরমুখো মুসল্লিদের ঢল

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
- / ২০৫১ বার পড়া হয়েছে
তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষে একসঙ্গে লাখো মুসল্লি ঘরমুখো যাত্রা করেছে। তবে যানবাহন সংকটে সীমাহীন ভোগান্তিতে পড়েন তারা। কাঙ্খিত যানবাহন না পেয়ে, ট্রাক-পিক-আপে চড়ে ছুটেছেন অনেকে। রাজধানী ও আশপাশের এলাকার মানুষ পায়ে হেঁটেই রওনা দেন গন্তব্যে।
দুপুর সোয়া ১২টায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়। চলে ২০ মিনিট। মোনাজাত শেষে ময়দান থেকে লাখ লাখ মুসল্লি নিজ নিজ গন্তব্যের দিকে রওয়ানা হন। টঙ্গী থেকে ৬-৭ কিলোমিটার পর্যন্ত মানবজটের সৃষ্টি হয়। যে কয়েকটি পিকআপ ও মোটরসাইকেল আছে সেগুলো বাড়তি ভাড়া চাচ্ছে। তবে ইজতেমায় আসা নারীরা পড়েন বেশি ভোগান্তিতে। বিশ্ব ইজতেমায় যাতায়াতের সুবিধার্থে মেট্রো রেলের বিশেষ ব্যবস্থা করা হয়। তবে একসঙ্গে লাখ লাখ মুসল্লির বাড়ি ফেরার জন্য তা ছিল অপর্যাপ্ত।