মোজো আয়োজন করতে যাচ্ছে নতুন ক্যাম্পেইন-‘ হাম্বা ডাকো হাম্বা জেতো’

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৯০৮ বার পড়া হয়েছে
আসন্ন ঈদ উল আজহা উপলেক্ষে অনলাইন ও অফলাইনে মোজো আয়োজন করতে যাচ্ছে নতুন ক্যাম্পেইন-‘ হাম্বা ডাকো হাম্বা জেতো’।
সকালে গুলশান তেজগাঁও লিংক রোডে আকিজ হাউজে মোজো ঈদ উল আযহা ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনে এই তথ্য জানানো হয়। এসময় আকিজ ভেঞ্চার গ্রুপের এমডি এবং সিইও সৈয়দ আলমগীর হোসেন বলেন, মোজোর প্রতিটি ক্যাম্পেইনই ক্রেতাদের কাছে আকর্ষণীয়। ভিন্ন মাত্রার কারণে মোজোর প্রতিটি ক্যাম্পেইন হয়ে ওঠে টক অব দ্যা কান্ট্রি। তিনি জানান, নতুন এ ক্যাম্পেইন ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত চলবে। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই চলবে ক্যাম্পেইন। গরুর হাম্বা ডাকের সাথে হাম্বা ডেকে বিজয়ীরা পাবে আকর্ষণীয় হাম্বা পুরস্কার।