মেয়র পদ থেকে বরখাস্ত আব্বাস আলী

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি করা কাটাখালী পৌরমেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আব্বাস আলী কর্মস্থলে অনুপস্থিত থাকায় সেবা গ্রহণকারী সাধারণ নাগরিক পৌরসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা পৌরসভার স্বার্থের পরিপন্থী। তাই স্থানীয় সরকার আইন মোতাবেক আব্বাস আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা যুক্তিযুক্ত।