মৌচাকের ফরচুন শপিং মলকে ঘিরে স্থানীয় কিছু প্রভাবশালীর বিরুদ্ধে কোটি কোটি টাকা চাঁদাবাজি ও দখলের অভিযোগ

- আপডেট সময় : ০১:৪৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলকে ঘিরে স্থানীয় কিছু প্রভাবশালীর বিরুদ্ধে কোটি কোটি টাকা চাঁদাবাজি ও দখলের অভিযোগ করেছেন সাধারণ দোকান মালিকরা। তাদের অভিযোগ, মার্কেট পরিচালনার নামে একটি মহল বছরের পর বছর জিম্মি করে রেখেছেন। এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, এরআগে যারা মার্কেটের দায়িত্বে ছিলো তারাই নানা অনিয়ম করেছে।
রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মল। অভিয়োগ উঠেছে, এই মার্কেটকে ঘিরে একটি মহল চাঁদাবাজি ও দখলবাজির মাধ্যমে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজিতে নেতৃত্ব দিচ্ছেন গোলাম গাউসী আজম চঞ্চল, কামরুল আরিফ,সাজ্জাদ জহির, জাহাঙ্গীর হাসান মানিকসহ বেশ কয়েক জন।
মার্কেট পরিচালনার নামে প্রায় চার শতাধিক দোকান মালিককে জিম্মি করে,নানা অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এই চক্রটির বিরুদ্ধে । এছাড়াও মার্কেটে নকশা বর্হিভুত অবৈধ দোকান বানিয়ে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। অন্যদিকে মার্কেটের পঞ্চাশ লাখ টাকার উপরে বিদ্যুৎবিল তুলে তা বিদ্যুৎ অফিসে জমা না দিয়ে আত্বসাতের গুরুতর অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে।
দখলদারদের আইনের আওতায় আনতে একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রী , পুলিশ মহাপরিদর্শক, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা। এছাড়াও তাদের নামে করা হয় একাধিক জিডি। সম্প্রতি তাদের কয়েক জনের নামে, ঢাকার বিজ্ঞ মহানগর হাকিমের আদালতে একটি চাঁদাবাজির মামলাও করে ভুক্তভোগীরা। যা তদন্ত করছে পিবিআই।
বর্তমান মার্কেট পরিচালনা কমিটির সভাপতি পরিচয় দেয়া গোলাম গাউসুল আজম চঞ্চল চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন ব্যবসায়ীরা তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। তবে মার্কেটি চালুর পর থেকে নানা অনিয়মের কথা স্বীকার করেন গোলাম গাউসুল আজম চঞ্জল ।