মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আম্মার হোসেন নামে এক শিশু নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, আম্মার হোসেন রাস্তা পার হয়ে দৌড়ে দাদীর কাছে যাওয়ার সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবক নিহত হয়েছে। জানা যায়, নাসিরনগর উপজেলার তিলপাড়ার কাছাকাছি তাদের মোটরসাইকেলটি একটি মোড় অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। হাসপাতালে আনার পর রাত পৌনে একটার দিকে বিল্লাল মারা যায়।


























