মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ওয়ার্নের নামে স্টান্ড করা হচ্ছে
- আপডেট সময় : ০৫:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
রাষ্ট্রীয় মর্যাদায় হবে অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নের শেষকৃত্য। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ওয়ার্নের নামে স্টান্ড করা হচ্ছে।
শেন ওয়ার্নের মৃত্যতে শোকস্তব্ধ সে দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় ওয়ার্নের শেষকৃত্য হবে বলে জানান তিনি।এ ছাড়া ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট মাঠের গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নাম বদলে রাখা হবে শেন ওয়ার্নের নামে। মারা যওয়ার আগে তিন বন্ধুর সাথে থাইল্যান্ডের কো সামুইয়ের একটি বাসায় ছিলেন ওয়ার্ন। রাতের খাবার খেতে না আশায় খোঁজ নিতে গিয়ে তার বন্ধু তাকে অচেতন অবস্থায় পায়।পরে তাকে সিপিয়ার দিতে থাকে এবং এ্যাম্বুলেন্স ডাকে। তাৎক্ষণিক একটি জরুরী ইউনিট আসে এবং আরো ২০ মিনিট সিপিয়ার দেয়া হয় ওয়ার্নকে।পরে থাই ইন্টারন্যাশনাল হসপিটালে নিয়ে আরো ৫ মিনিট সিপিয়ার দেয়ার পরে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসা।










